Notes
Notes - notes.io |
খবরটি বর্তমানে টক অব দা টাউন দেখে কিছু কথা বলতে ইচ্ছে করছে। একটা গল্প বলি, ২০১০ সাল, পিসি হাই স্কুল এ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্লাস নাইনের সব ছাত্রকে একসাথে বেত্রাঘাত করেছিলেন। বেত্রাঘাতের মাত্রা এতো বেশি ছিলো যে কিছু কিছু ছাত্রের হসপিটালাইজড করার মতো অবস্থা হয়েছিলো। কিন্তু এই খবর ভাইরাল হয় নি। আমরা কোন ছাত্ররাও এর বিরুদ্ধে প্রতিবাদ করিনি। কেন?
কারন আমরা মানসিক ভাবে শিক্ষিত ছিলাম। আমরা আমাদের পরিবারে পর্যন্ত এই কথা বলি নি।
.
কারন আমরা আমাদের ভুলে অনুতপ্ত ছিলাম। আমাদের ভুল কি ছিলো জানেন?
আমরা একসাথে প্রায় ২০০ জন ছাত্র একজন স্যার কে ইমপ্রেস করতে করতালি এবং চিৎকার দিয়েছিলাম।
ঐ দিনের পর থেকে আমরা সবাই বুঝে গিয়েছিলাম যে, একসাথে এইভাবে চিৎকার চেঁচামেচি করলে অন্যের অসুবিধা হয়।
শব্দদূষন হয় এবং আকস্মিক এই রকম শব্দে যেকোন ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এবং এই ভুল আমরা মরার আগ পর্যন্ত করার সাহস পাবো বলে মনে হয় না। নৈতিকথার এই শিক্ষা আমাদের ঐ দিন হয়েছিলো,
এটা আমরা আমাদের অভিভাবক থেকে নয় বরং শিক্ষকের কাছ থেকে পেয়েছিলাম। তাহলে পরিবার থেকে কি শিক্ষা পেয়েছিলাম?
পরিবার থেকে শিক্ষকদের সম্মান দিয়ে ওনাদের আদর্শে বেড়ে উঠার আর জ্ঞান অর্জন করার শিক্ষা পেয়েছিলাম।
.
.
.
এখন আসি আসল কথায়, ও কিরকম ছাত্র যার সামান্য সহ্য ক্ষমতা নেই, যে উস্তাদকে সম্মান দিতে জানে না? ঐ ছাত্রের পরিবার ওকে কি শিক্ষা দেয়? উস্তাদকে জানোয়ার বলার শিক্ষা দেয়!
.
.
.
আরো একটি গল্প বলি, ৮-৯ বছর আগে নারী শিক্ষা একাডেমীর প্রধান শিক্ষককে ৩ বা ৬ মাসের সাময়িক বরখাস্ত করা হয়েছিলো একটি ছাত্রীকে বেত্রাঘাত করার জন্য। স্থানীয় সকল নিউজপেপারে খবরটি প্রথম পাতায় ছিলো।
ওই শিক্ষক কিন্তু এখন ভালোই আছেন, কারন ওনার জ্ঞান ওনার সাথেই আছে, কিন্তু ওই ছাত্রীটি? ক্লাস ৫ এ ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ঐ ছাত্রীটির কি কোন খোজ নিয়েছিলেন?
সে হাই স্কুলের গন্ডি পার হতে পেরেছিলো কি না জানেন? কিন্তু ঐ ছাত্রীটির কি দোষ ছিলো, ও তো প্রধান শিক্ষকের বিরুদ্ধে যায় নি? কিন্তু ওর পরিবার শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো। মুলে ছিলো শিক্ষকের বিরুদ্ধে ওনাদের শক্তি সামর্থ্য প্রদর্শন। দেশের একটি ভবিষ্যত অংকুরে নষ্ট করার পিছনে দায়ী ছিলো ঐ পরিবারটিই।
.
.
.
.
এখন আসি আপনার বিষয়ে, (আমার ধারনা আপনি এই ছাত্রের অভিভাবক), আপনি কি বুঝবেন শিক্ষকের মর্যাদা, যেখানে আপনি আপনার শিক্ষকদের কাছ থেকে ভালো কোন শিক্ষা গ্রহন করতে পারেননি।
যেখানে আপনি বাংলা ভাষায় শুদ্ধ করে বানানই লেখা জানেন না সেখানেই বুঝা যায় আপনার শিক্ষাগত যোগ্যতা কি।
বায়তুল মামূর কে লিখেছেন বায়তুল মামুন, বায়তুল মামূর তারতীলুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কে লিখেছেন তারতেরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা।
ফেসবুকে ফটো স্ট্যাটাস দিয়েছেন "সম্মান সেই পায়, যে অন্যকে সম্মান করতে জানে", অথচ একজন কোরআন এ হাফেজ কে অসম্মান করতে আপনার বিবেক তালাবদ্ধ থাকে। কোরআনের ছবি দিয়ে রেখেছেন ফেসবুকে অথচ এই কোরআনের একজন হেফাজতকারীকে জানোয়ার বলেন।
.
.
.
.
ছাত্রটির দোষ কি ছিল সেটি কিন্তু আপনি পরিষ্কার করে বলেন নি, হয়তোবা জিজ্ঞেসও করেননি! করবেনই বা কি করে, ঐ যে তালাবদ্ধ, মরিচা ধরা বিবেক আপনার। খোজ নিলে হয়তো দেখা যাবে ছাত্রটি সমকামী কোন কর্মকান্ডে লিপ্ত হয়েছিলো। অসম্ভব কিছু না।
.
.
.
এখানে যে ছবিগুলো দিয়েছেন সেটি দেখে বিশ্বাস হয় না যে এটি কোন অমানবিক নির্যাতন, এই দাগ/চিহ্ন গুলো ২৪ ঘন্টার মধ্যে সেরে যাওয়ার কথা। তাহলে ঐ শিক্ষককে হাজতে ডুকালেন কি করে? যেহেতু বিষয়টি এখন
আইনের আওতায় সেহেতু আদালতে আহত স্থানগুলো দেখাবেন কেমনে? In that case your photographs won't help you very much, because those close up shots photographs will make you nothing but a liar and cheat. আদালত কি রায় দে, তা আমাদের জানাবেন আশা করি।
.
.
.
আমি জানি না আপনি আদৌ মুসলিম কি না? আপনার নাম দেখে যেহেতু আন্দাজ করা যায় হয়তো নামে মুসলিম হলে হতেও পারেন, নাইলে নামের
আগে কোথায় হাফেজ যোগ করতে হয় বুঝতেন। আপনার পোস্ট অনুসারে ছাত্রটি মাত্র সাত পারা হিফজ। যেখানে হাফেজ/হাফিজ বলা হয় যার পুরো কোরআন শরীফ মুখস্ত। ( https://en.wikipedia.org/wiki/Hafiz_(Quran) )
অবশ্য আপনার তালাবদ্ধ মগজ এই সংজ্ঞা বুঝার যোগ্য নয়।
.
.
.
সবশেষে আমার একটিই প্রশ্ন ইসলামের কোথায় আপনা প্রতিশোধ (Personal Revenge)এর কথা বলা আছে?
|
Notes.io is a web-based application for taking notes. You can take your notes and share with others people. If you like taking long notes, notes.io is designed for you. To date, over 8,000,000,000 notes created and continuing...
With notes.io;
- * You can take a note from anywhere and any device with internet connection.
- * You can share the notes in social platforms (YouTube, Facebook, Twitter, instagram etc.).
- * You can quickly share your contents without website, blog and e-mail.
- * You don't need to create any Account to share a note. As you wish you can use quick, easy and best shortened notes with sms, websites, e-mail, or messaging services (WhatsApp, iMessage, Telegram, Signal).
- * Notes.io has fabulous infrastructure design for a short link and allows you to share the note as an easy and understandable link.
Fast: Notes.io is built for speed and performance. You can take a notes quickly and browse your archive.
Easy: Notes.io doesn’t require installation. Just write and share note!
Short: Notes.io’s url just 8 character. You’ll get shorten link of your note when you want to share. (Ex: notes.io/q )
Free: Notes.io works for 12 years and has been free since the day it was started.
You immediately create your first note and start sharing with the ones you wish. If you want to contact us, you can use the following communication channels;
Email: [email protected]
Twitter: http://twitter.com/notesio
Instagram: http://instagram.com/notes.io
Facebook: http://facebook.com/notesio
Regards;
Notes.io Team